কলকাতা

সুদীপ্ত সেনের চিঠি টুইট করে সারদায় শুভেন্দুর গ্রেপ্তারের দাবি কুণালের

সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করলেন কুণাল ঘোষ৷ শনিবার একটি টুইট করে তিনি এই দাবি তুলেছেন ৷ ওই টুইটে তিনি আদালত থেকে পাওয়া একটি নথির ছবিও প্রকাশ করেছেন ৷ সারদা চিটফান্ডের কর্ণধার সুদীপ্ত সেন দীর্ঘ কয়েক বছর ধরে জেলবন্দি ৷ কয়েকমাস আগে জেল থেকে তিনি একটি চিঠি লেখেন বলে খবর প্রকাশ্যে আসে ৷ তিনি মুখ্যমন্ত্রী, সিবিআই ডিরেক্টর-সহ বেশ কয়েকজনকে লিখেছিলেন ৷ সেই চিঠিতে তিনি কয়েকজন রাজনৈতিক নেতার নাম ছিল ৷ সেই তালিকায় শুভেন্দু অধিকারীরও নাম ছিল ৷ তাঁর দাবি ছিল, ওই নেতারাও তাঁর থেকে টাকা নিয়েছিলেন ৷ সুদীপ্ত সেনের সেই অভিযোগের অংশ এদিনের টুইটে তুলে ধরেছেন কুণাল ঘোষ ৷ তিনি লিখেছেন, ‘‘সারদা কর্তা সুদীপ্ত সেনের বয়ান ৷ তাঁর অভিযোগ : শুভেন্দু প্রচুর পরিমাণ টাকা নিয়েছে ৷ সেন তাঁর সহযোগী রাখালের (বর্তমানে হেফাজতে রয়েছে) নাম উল্লেখ করেছে ৷ পুলিশ, ইডি, সিবিআই-এর রাখালকে প্রশ্ন করা উচিত ৷ তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত : আদালতের সার্টিফায়েড কপি ৷’’