বিগত দেড় বছর ধরে করোনার বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাই এ বছরের ভারতরত্ন সম্মান চিকিৎসকদেরই দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।কেজরিওয়ালের কথায়, এই উপাধির মাধ্যমে বিগত দেড় বছরে যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের সত্যিকারের সম্মান জানানো হবে। তিনি বলেন, “লক্ষাধিক চিকিৎসক ও নার্সরা নিজেদের পরিবারের কথা চিন্তা না করে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে নিরন্তর পরিশ্রম করেছেন। আমাদের উচিত ওনাদের ধন্যবাদ জানানো ও সম্মান দেওয়া। যদি ভারত রত্ন দেওয়ার নিয়মে কেবল একক ব্যক্তিকেই এই সম্মান পাওয়ার অধিকার দেওয়া হয়, তবে আমার অনুরোধ এই নিয়মে পরিবর্তন করা হোক। চিকিৎসকদের ভারতরত্ন দেওয়া হলে গোটা দেশই খুশি হবে”।