কলকাতা

রেড রোডে দুর্ঘটনা ঘটানো মিনি বাসটির নামে রয়েছে ৮৪ টি অভিযোগ, কামারহাটি থেকে গ্রেপ্তার অভিযুক্ত চালক

রেড রোডে গাড়ি চাপা দিয়ে ও দুর্ঘটনা ঘটিয়ে পলাতক ছিলেন ওই মিনিবাসের ড্রাইভার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত ১১ টা নাগাদ কামারহাটি থেকে ঘাতক মিনিবাসের বাস ড্রাইভার সৈয়দ ইবরার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই কলকাতা পুলিশ চালকের বিরুদ্ধে অনিচ্ছকৃত খুনের মামলা দায়ের করেছে। রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে ধৃতকে। গত বৃহস্পতিবার বেলায় ফোর্ট উইলিয়ামের কাছে দুর্ঘটনা ঘটায় ইবরার। তারপরেই পালিয়ে যায়, ফোন ছিল সুইচড অফ। পুলিশের হাতে জেরা হতেই উঠে এসেছে নতুন তথ্য, জানা গিয়েছে এই ঘাতক মিনিবাসটির নামে ৮৪ টি অভিযোগ রয়েছে। যার মধ্যে ১০ টি অভিযোগ গাড়ির বেপরোয়া চালানোর জন্য পুলিশের কাছে আগেই জমা পড়েছে। এই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ঘাতক বাসের মালিককে। ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে, বাসটি ধাক্কা মারার আগে ও পরবর্তী ব্রেক মারেনি। এমনকি ২০ মিনিট আগে কোনও জায়গাতেই ব্রেকের ব্যবহার হয়নি বাসে। দ্রুত ও বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা নিশ্চিত পুলিশের।