সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকার সময় গোমতী রিভারফ্রন্ট ডেভলপমেন্ট প্রজেক্ট নিয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ১৫০০ কোটি টাকার ওই দুর্নীতির অভিযোগে সোমবার নতুন একটি মামলা করল সিবিআই। সেই মামলায় অবশ্য অখিলেশ যাদবের নাম নেই। গোয়েন্দাদের বক্তব্য, গোমতী নদীর তীরের সৌন্দর্যায়নের প্রকল্পে কয়েকজন সরকারি অফিসার দুর্নীতিতে যুক্ত হয়েছিলেন। সিবিআইয়ের চার্জশিটে বলা হয়েছে, কয়েকজন অফিসার সরকারের অনুমতি ছাড়াই স্ট্রাসবুর্গের ‘অ্যাকুয়াটিক শো’ নামে এক সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন। তাতে বলা হয়েছিল ৫৫.৯৫ লক্ষ ইউরো বা প্রায় ৪৯৫ কোটি টাকার বিনিময়ে ওই সংস্থা মিউজিক্যাল ফাউন্টেন ওয়াটার শো-র সরঞ্জাম বিক্রি করবে। কোনও টেন্ডার ছাড়াই স্ট্রাসবুর্গের ওই সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছিল। এই মামলার তদন্তে সোমবার সকাল থেকে দেশের ৪২ টি জায়গায় হানা দিয়েছে সিবিআই। উত্তরপ্রদেশে মোট ৪০ টি জায়গায় তল্লাশি চলছে। রাজস্থান ও কলকাতারও দু’টি জায়গায় চলছে তল্লাশি। ওই প্রকল্পের সঙ্গে যুক্ত তিনজন চিফ ইঞ্জিনিয়ার ও ছ’জন সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের অফিসে হানা দিয়েছেন সিবিআই অফিসাররা।