কোভিশিল্ডের দু’টি টিকা নেওয়ার পরও শরীরে অ্যান্টিবডি তৈরি না হবে তাঁদের নিতে হবে বুস্টার টিকা। এমনই পরামর্শ দিচ্ছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চের (আইসিএমআর) একদল বিশেষজ্ঞ। আইসিএমআর একটি সমীক্ষা করেছে। যেখানে দেখা গিয়েছে প্রায় ১৬.১ শতাংশের শরীরে দুটি ডোজ নেওয়ার পরও তৈরি হয়নি অ্যান্টিবডি। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরও তাঁদের শরীর ডেল্টা প্রজাতির সঙ্গে মোকাবিলা করতে পারবে না। এক্ষেত্রে তাদের বুস্টার টিকা নিতে হতে পারে। দেখা গিয়েছে, কো-মর্বিডিটি রোগীদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। তাঁদের বুস্টার টিকা নেওয়ার কথা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চ (আইসিএমআর)-এর একটি সমীক্ষার রিপোর্টে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।