কলকাতা

‘আগে রাস্তায় বাস নামান, তারপর ভাড়া বাড়ানোর কথা ভাবা হবে’, বৈঠকে কড়া বার্তা পরিবহণমন্ত্রীর

আগে রাস্তায় বাস নামান। তারপর ভাড়া বাড়ানোর কথা ভাবা হবে। সোমবার বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসে এমন বার্তাই দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। ফলে এদিনের বৈঠকে ভাড়া বাড়ানোর দাবি নিয়ে নতুন করে কোনও আলোচনা না হওয়ায় আগামী দিনে বেসরকারি বাস রাস্তায় নামবে কিনা তা নিয়ে জট থেকেই গেল। এদিন কলকাতার ময়দানে পরিবহণ দফতরের তাঁবুতে বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের তরফে বৈঠক করেন ফিরহাদ। সেখানেই তিনি সাফ জানিয়ে দেন, ‘আগে রাস্তায় বাস নামান, তারপরে ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হবে।’এ দিন ফিরহাদ হাকিম বলেছেন, ‘আগে বাস চালানো হোক। পরিবহন দফতরের থেকে বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট দিয়েছে। আগামী দিনে বেসরকারি বাস কি করে রাস্তায় চালানো সম্ভব হয়। সেটা দেখা হচ্ছে। যেহেতু পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। তাই সেটাও ভাবা হচ্ছে। বেসরকারি বাদ সংগঠনগুলিকে বাস চালানোর জন্য বারবার আবেদন করা হয়েছে। কিন্তু কেউ বাস চালাচ্ছেন না। বাস রাস্তায় না নামলে ভাড়া বাড়ানো নিয়ে কোনও কিছু ভাবনাচিন্তা করবে না সরকার।’ এদিনের বৈঠকে রেড রোডে দুর্ঘটনার প্রসঙ্গও ওঠে। বৈঠকে পুলিশের প্রতিনিধিরাও ছিলেন। তাঁদেরকেই ফিরহাদ বলেন, কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় দুর্ঘটনা এড়াতে রাস্তাগুলোতে ব্যারিকেড তৈরি করা যায় কিনা সেটা ভেবে দেখতে। সেই সঙ্গে রাস্তায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসাতেও জোর দেন তিনি। জোর দেন রাস্তায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করতেও। ফলে এই বৈঠকে কাটলো না জট।