দেশ

প্রয়াত এলগার পরিষদ মামলায় অন্যতম অভিযুক্ত সমাজকর্মী স্ট্যান স্বামী

প্রয়াত হলেন এলগার পরিষদ ও মাওবাদী যোগসাজশ মামলায় অভিযুক্ত ধর্মগুরু তথা সমাজকর্মী স্ট্যান স্বামী ৷ মুম্বইয়ের যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখানকার কর্তৃপক্ষ আজ বোম্বে হাইকোর্টকে এই খবর জানিয়েছে ৷ গত ২৯ মে থেকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন স্ট্যান স্বামী ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনি পোস্ট কোভিড এবং পারকিনসন রোগের কারণে মারা গিয়েছেন ৷ গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ তখন তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয় ৷ আজ বেলা দেড়টার সময় স্ট্যান স্বামীর মৃত্যু হয়েছে ৷

২০২০ সালের ৮ অক্টোবর এলগার পরিষদের সঙ্গে মাওবাদী যোগের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে স্ট্যান স্বামীকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৷ তখন থেকেই মহারাষ্ট্রের তালোজা জেলে বন্দি ছিলেন তিনি ৷ সেখানেই করোনা আক্রান্ত হন ৷ সেই সময় স্ট্যান স্বামী চিকিৎসার আবেদন জানিয়ে বোম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ৷ তাঁর আবেদন মেনে আদালত তালোজা জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় স্ট্যান স্বামীকে হাসপাতালে ভর্তি করতে ৷ সেই নির্দেশ মেনে ২৯ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ আজ বোম্বে হাইকোর্টে স্ট্যান স্বামীর মৃত্যুর কারণ নিয়ে হাসপাতালের তরফে তাঁর চিকিৎসক ইয়ান ডি’সুজা জানিয়েছেন, তিনি রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন ৷ তার জেরে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয় ৷ কিন্তু, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি ৷ আজ দুপুর দেড়টা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় ধর্মগুরু তথা সমাজকর্মী স্ট্যান স্বামীর ৷