দেশ

মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল

কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনার জন্য আজ সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, সেই বৈঠক বাতিল (Meeting Cancelled) করা হয়েছে ৷ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ বিকেল ৫টায় এনডিএ জোটের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ছাড়াও ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশি, পীযূষ গয়াল ও নরেন্দ্র সি তোমরের মতো শীর্ষস্থানীয় মন্ত্রীদের সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল ৷ গত দু’বছরে সরকারের কাজকর্মের খতিয়ান নিয়ে পর্যালোচনার জন্য গত ২০ জুন শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী ৷ বর্তমানে দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৫৯ জন মন্ত্রী আছেন ৷ তবে সেখানে থাকতে পারেন ৮১ জন মন্ত্রী ৷ অর্থাৎ মন্ত্রিসভায় এখনও ২৮ জনকে নেওয়া যেতে পারে ৷ দ্বিতীয় ইনিংসে এই প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাতে চলেছেন নরেন্দ্র মোদি ৷ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন ও ২০২৪ লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই তিনি যাবতীয় সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে ৷