রাত তিনটে অবধি রাজধানীতে মিলবে মদ। নতুন আবগারি নীতি প্রকাশ করল দিল্লি সরকার। এই নতুন নীতিতে কয়েকটি সংস্কার করা হয়েছে। খুচরো মদ বিক্রি থেকে পুরোপুরি সরে আসছে রাজ্য সরকার। অর্থাত্, সরকারি মদের দোকান বন্ধ করে দেওয়া হবে। বেসরকারি উদ্যোগকে উত্সাহ দেওয়া হবে। নতুন আবগারি নীতিতে বলা হয়েছে, হোটেল, ক্লাব এবং রেস্তরাঁতে বার রাত ৩ টে পর্যন্ত খোলা রাখা যাবে। যদিও, মদের হোম ডেলিভারি ও মদ্যপানের বয়স কমিয়ে ২১ বছর করার বিষয়টি রাখা হয়নি। নতুন আবগারি নীতি অনুযায়ী, শহরের প্রতিটি মদের আউটলেটে গিয়ে গ্রাহকরা মদ্যপান করতে পারবেন। মিলবে একাধিক ব্র্যান্ডের মদ। মদ বিক্রি স্টলের মাধ্যমে করা হবে। স্টলগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে, তাতে কাচের দরজা থাকবে। স্টলের বাইরে যেতে কাউকে অনুমতি দেওয়া হবে না। গ্রাহকরা ফুটপাতে ভিড় করতে এবং কাউন্টারের মাধ্যমে কেনার অনুমতি পাবেন না। দিল্লিবাসীরা শহরের যে কোনও কারখানায় তৈরি টাটকা বিয়ার নিতে পারবেন। বিয়ার কারখানাগুলিকে বারে বিয়ার সরবরাহ করার অনুমতিও দেওয়া হবে। রাত ৩ টে পর্যন্ত হোটেল, রেস্তরাঁ ও ক্লাবের বারগুলিতে মদ বিক্রি করা যাবে। এই ধরনের প্রতিষ্ঠানগুলি খোলা জায়গায়, যেমন ছাদ এবং বারান্দায় মদ সরবরাহ করতে পারবে। পাঁচটি সুপার প্রিমিয়াম-সহ দিল্লিতে মদের খুচরো স্টল হবে ৮৮৯ টি। সুপার প্রিমিয়াম ভেন্ডে ২০০ টাকার বেশি দামের বিয়ার এবং এক হাজার টাকার বেশি দামের অন্য পণ্য বিক্রি করতে হবে। এছাড়াও রাখতে হবে কমপক্ষে ৫০ টি বিদেশি ব্র্যান্ড।