তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবারে বিধানসভায় বিধান পরিষদ গঠিত হবে। আর মানুষের আশীর্বাদে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই মন্ত্রিসভার বৈঠকে পাশ হয় বিধান পরিষদ গঠনের প্রস্তাব। আর আজ বিধানসভায় সেই প্রস্তাব রাখা হয়। বিজেপির তরফে আগেই জানানো হয়েছিল, প্রস্তাবে ভোটাভুটি হলে তবেই এই বিষয়ে আলোচনা করবেন তারা। সেই কথামতো, বিধানসভায় বিধান পরিষদ নিয়ে ভোটাভুটি হয়। আর তাতে প্রস্তাবে পক্ষে ভোট পড়েছে ১৯৬টি ও বিপক্ষে ভোট পড়েছে ৬৯ টি। এদিন বিধানসভায় মোট ২৬৫ জন বিধায়ক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।নির্বাচনে শূন্য হলেও বিধান পরিষদে বাম-কংগ্রেসকে জায়গা করে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”বিধানসভায় হেরে রাজ্যসভায় যাচ্ছেন, এমন ভূরি ভূরি উদাহরণ আছে। সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে বিরোধিতা থাকতে পারে। কিন্তু তাদের শূন্য হওয়াটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। রাজ্যের জন্য কিছু করতে গেলে সংসদের জোর দেখিয়ে আটকে দেওয়ার কথা বলা হচ্ছে। বিরোধী বিধায়ক বলছেন, লোকসভায় আটকে দেবেন। রাজনীতি করব, অথচ বাংলার কথা ভাবব না, এটা হতে পারে না।”