দেশ

মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ায় মহিলার শাড়ি ধরে টান, যোগী রাজ্যে সাসপেন্ড ২ ইন্সপেক্টর, ৩ সাব-ইন্সপেক্টর এবং ১ সার্কেল অফিসার

সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন। এখন থেকেই নির্বাচনী প্রচারে মন দিয়েছে শাসক-বিরোধী সবপক্ষই। এদিকে তার আগেই নির্বাচনী উত্তাপ চড়ছে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে। রবিবার উত্তরপ্রদেশে পঞ্চায়েত স্তরের নির্বাচন। মোট ৮২৫টি ব্লকে এই নির্বাচন হবে। তারই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর তার মাঝেই এদিন সকালে ঘটে যায় এক নক্কারজনক ঘটনা। মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে বিপক্ষ শিবিরের রোষের মুখে পড়লেন এক মহিলা প্রার্থী। ওই মহিলার অভিযোগ, তাঁর শাড়ি ধরে টানার পাশাপাশি মনোনয়নপত্রও ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগের তির গিয়েছে বিজেপির দিকে। কিন্তু এই ঘটনার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে। এবার নিষ্ক্রিয়তার অভিযোগেই সাসপেন্ড হয়ে গেলেন উত্তরপ্রদেশ পুলিশের ছয় কর্মী। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে বার বার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে উত্তরপ্রদেশকে। আর এই ঘটনা সামনে আসতেই নতুন করে মুখ পুড়েছে যোগী সরকারের। সূত্রের খবর, সমাজবাদী পার্টির প্রার্থীর হয়ে এসেছিলেন ওই মহিলা কর্মী। লখনউ থেকে ১৩০ কিলোমিটার দূরে লখিমপুর খেরি এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই নক্কারজনক ঘটনারল প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সপা প্রধান অখিলেশ যাদব। সোশ্যাল মিডিয়ায় ভিডওটি শেয়ার করে তীব্র ভাষায় ক্ষোভ উগরে দেন তিনি। প্রসঙ্গত উল্লেথ্য, আগামী রবিবার মোট ৮২৫টি ব্লকে এই পঞ্চায়েত প্রধান নির্বাচনের জন্য এই ভোট প্রক্রিয়া হবে। তারই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে। এদিকে বরখাস্ত হওয়া পুলিশ আধিকারিকদের তালিকায় রয়েছেন ১ সার্কেল অফিসার, ২জন ইন্সপেক্টর এবং ৩জন সাব-ইন্সপেক্টর।