ব্রিজের উপর দিয়ে যেতে গিয়ে আচমকাই লাইনচ্যুত হল ট্রেনের বগি। একে একে নীচে পরে গেল ১৬টি কামরা। মালগাড়িটির জায়গায় যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে এই দুর্ঘটনাটি ঘটলে হাজারো নিরীহ মানুষের প্রাণ যেতে পারত, এই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দুর্ঘটনাটি ঘটে মধ্য প্রদেশের অনুপ্পুরে। জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের কোরবা থেকে কয়লা নিয়ে আসছিল ওই মালগাড়িটি। মধ্য প্রদেশের কাটনি তার গন্তব্য হলেও অনুপ্পুরের কাছে একটি রেল ব্রিজে উঠতেই লাইনচ্যুত হয় ট্রেনটি এবং ব্রিজ থেকে ১৬টি বগি নীচে নদীতে পড়ে যায়। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি এখনও অবধি। চলছে উদ্ধারকার্য। প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, রেল লাইনে কয়েকটি জায়গায় ফাটল ধরেছিল। সেই কারণেই মালবাহী ট্রেনটি ব্রিজে উঠতেই টাল সামলাতে পারেনি এবং নীচের আলান নদীতে পড়ে যায়। তবে নদীটি অগভীর হওয়ায় এখনও কামরাগুলো জলে ডুবে যায়নি।