কলকাতা

বাবুল সুপ্রিয় ও সৌমিত্র খাঁ-কে শোকজ করল বঙ্গ বিজেপি!

সূত্রের খবর, বিজেপির দুই সাংসদ বাবুল সুপ্রিয় ও সৌমিত্র খাঁ-কে শোকজ করা হয়েছে! সোশ্যাল মিডিয়াতে মুখ খোলার জেরেই এই শোকজ ধরানো হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে শোকজ করা হয়েছে বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অমৃতা বন্দ্যোপাধ্যায়কেও। আর তার জেরেই এবার বেআব্রু হয়ে গেল বঙ্গ বিজেপির কোন্দল। উল্লেখ্য গতকালই বিজেপির রাজ্য সভাপতি ইঙ্গিত দিয়েছিলেন, কেউ দলীয় শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে দল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। সেই কথা বলার ২৪ ঘণ্টার মধ্যেই ধরানো এই ৩জনকে শোকজের নোটিস ধরানো হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে বাবুল ও সৌমিত্র। দুইজনই ফেসবুকে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন দলের বিরুদ্ধে। সৌমিত্রের নিশানা থেকে যেমন দিলীপ থেকে শুভেন্দু কেউই বাদ যাননি তেমনি বাবুলও দিলীপকে ছেড়ে কথা বলেননি। আবার অমৃতা আক্রমণ করেছিলেন দলীয় নেতৃত্বের পাশাপাশি তৃণমূল থেকে আসা রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তকে। যদিও পরে বিজ্ঞপ্তি জারি করে সেই জল্পনায় জল ঢালল রাজ্য বিজেপি। শোকজ করা হচ্ছে না বাবুল সুপ্রিয়-সৌমিত্র খাঁকে, বিজ্ঞপ্তি জারি করল। শোকজের কথা ভুয়ো বলেই দাবি গেরুয়া শিবিরের।