বাবাকে বলো নিয়ে সম্প্রতি কাঁথির সাংসদ শিশির অধিকারীর ফোন নম্বর-সহ একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ যা নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হল অধিকারী পরিবার ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন তমলুকের সাংসদ তথা শিশির-পুত্র দিব্যেন্দু অধিকারী ৷ তাঁর বক্তব্য, ‘‘আমার বাবার বয়স ৮৩ ৷ তিনি অসুস্থ ৷ তাঁকে উত্যক্ত করা, মোবাইল নম্বর দিয়ে দেওয়া একটা অপরাধ ৷’’ পশ্চিমঙ্গ পুলিশ প্রকৃত তদন্ত করে দোষীদের সাজা দেবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, একজন বর্ষীয়ান নেতাকে যদি হেনস্থার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে ? তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর অনুরোধ যে মুখ্যমন্ত্রী যেন পুলিশকে নির্দেশ দেন প্রকৃত তদন্তের জন্য ৷ যাতে প্রকৃত দোষীরা যথাযথ শাস্তি পায় ৷ প্রসঙ্গত, এই বাবাকে বলোর বিষয়টি প্রথমবার প্রকাশ্যে আসে গত মঙ্গলবার ৷ সেদিন বিধানসভার অধিবেশন চলাকালীন এক তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই নিয়ে কটাক্ষ ছুঁড়ে দেন ৷ ওই বিধায়কের বক্তব্য ছিল, দলত্যাগ বিরোধী আইন নিয়ে বিরোধী দলনেতার বাবাকে বলো কর্মসূচি নেওয়া উচিত ৷ এর পরই দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে ৷