বিপুল অর্থ সংগ্রহ এবং নতুন মডিউলে স্লিপার সেল তৈরি। এই দুই লক্ষ্য নিয়েই কলকাতায় এসে গা ঢাকা দিয়েছিল তিন জামাত জঙ্গি। কলকাতার কয়েকটি ব্যাঙ্ক, গয়নার শোরুম, আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি করার জন্য রেইকিও করেছিল তারা। আর এই গোটা ছকের নেপথ্যে রয়েছে বাংলাদেশে জেলবন্দি জামাত জঙ্গি তাহিদ তাসনিম। জেলে বসেই তাহিদ এই গোটা পরিকল্পনা ছকেছিল বলে অনুমান কলকাতা পুলিশের এসটিএফ-এর। রবিবারই হরিদেবপুর থেকে তিন জামাত জঙ্গি নাজিবুর রহমান, সাব্বির এবং রবিউল ইসলাম নামে তিন জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। নাম এবং পরিচয় গোপন করে কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এই তিন জন। তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে বড়সড় পরিকল্পনার ইঙ্গিত পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, তিন জঙ্গি সহ মোট ১৫জন লকডাউনের চলাকালীন মালদহ হয়ে এ রাজ্যে প্রবেশ করে। ফলে তিন জন ধরা পড়লেও আরও ওই দলে থাকা বাদ বাকি জামাত জঙ্গিরা অন্যত্র গা ঢাকা দিয়ে রয়েছে। যত দ্রুত সম্ভব, তাদের নাগাল পেতে চাইছে পুলিশ।সূত্রের খবর, স্লিপার সেল তৈরির জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতেই কলকাতায় গা ঢাকা দিয়ে থাকছিল তিন জঙ্গি। ডাকাতি করেই টাকা জোগাড়ের ছক কষেছিল তারা। এর জন্য কলকাতার বেশ কয়েকটি ব্যাঙ্ক, বড় গয়নার শোরুমে রেইকি শুরু করেছিল তারা। ফল, মশারি বিক্রি, ছাতা সারাইয়ের নামে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চলত ডাকাতির ছক কষা। ডাকাতির জন্য টার্গেটে থাকা ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান বা গয়নার শোরুমের নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটোসাঁটো, সে সমস্ত তথ্যই সংগ্রহ করে রাখত তিন জঙ্গি। নাজিবুরের নেতৃত্বেই ডাকাতি করার পরিকল্পনা ছিল।