দেশ

আগামী ১২ সেপ্টেম্বর নিট প্রবেশিকা পরীক্ষা হবে, ঘোষণা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

নিট (NEET UG) ২০২১-এর দিন ঘোষণা করল কেন্দ্র। আগামী ১২ সেপ্টেম্বর এই পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। গোটা দেশজুড়ে সবরকম কোভিড বিধি মেনেই এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনিই সোমবার টুইটারে জানান, মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। টুইটারে ধর্মেন্দ্র প্রধান লেখেন, সবরকম সামাজিক দূরত্ব, কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। এতদিন ১৫৫টি শহরে এই পরীক্ষা নেওয়া হতো। তবে অতিমারির সবরকম নিয়ম মেনে বাড়ানো হয়েছে সে সংখ্যা। এ বছর ১৯৮টি শহরে পরীক্ষা কেন্দ্র করা হবে।