প্রয়াত ১৯৮৩’র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য যশপাল শর্মা। বয়স হয়েছিল ৬৬ বছর। আজ, মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ’৮৩-র বিশ্বকাপ বিজয়ী দলের অন্যতম এই সদস্য। উল্লেখ্য, ২ আগস্ট, ১৯৭৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে পাঞ্জাবের ক্রিকেটার যশপালের। গোটা ক্রিকেট কেরিয়ারে তিনি ৩৭টি টেস্ট ও ৪২টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন। ২৯ অক্টোবর, ১৯৮৩ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নিয়েছিলেন তিনি। এরপর কিছুদিন তিনি আম্পায়ারিংও করেছিলেন। । টুইট করে তাঁর আত্মার শান্তিকামনা করে প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন, ‘ভারতীয় ক্রিকেটের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন। ১৯৮৩ সালের দলেও ছিলেন। সতীর্থ এবং উঠতি ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা ছিলেন তিনি। তাঁর প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। পরিবারের প্রতি সহানুভূতি জানাই।’