শরদ পওয়ারের পর এবার রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার দুপুরে একপ্রকার আচমকাই প্রাক্তন কংগ্রেস সভাপতির বাড়িতে হাজির হন পিকে। রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও কথা হয়েছে তাঁর। কথা হয়েছে কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের সঙ্গেও। এই সাক্ষাত্ ঘিরে স্বাভাবিক ভাবেই জল্পনা ঘনিয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, এবার কি ভোট কৌশলী প্রশান্তকে কংগ্রেসের হয়ে কাজ করতে দেখা যেতে পারে! জানা গেছে, পঞ্জাব নির্বাচন নিয়েই হয়েছে প্রাথমিক আলোচনা। পঞ্জাবে সামনের বছর ভোট। এমনিতেই পঞ্জাবে প্রশান্তকে ভোট স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিয়োগ করেছে কংগ্রেস। তবে সেই সঙ্গে আরও কিছু আলোচনা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। হঠাৎ কেন কংগ্রেসের শীর্ষ নেতার বাড়িতে দেসের সব চেয়ে জনপ্রিয় নির্বাচনী পরামর্শদাতা? আসলে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী মহাজোট তৈরিতে উদ্যোগী হয়েছে বিরোধী শিবির। প্রশান্ত কিশোর নিজেকে সেই জোটের সেতুবন্ধনকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই রাহুলের সঙ্গে তাঁর সাক্ষাতের উদ্দেশ্য ২০২৪-এর রণকৌশল নিয়ে আলোচনা করা বলেই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে আঞ্চলিক দলগুলির একটি সমন্বয় তৈরি করতে চাইছেন অনেক বিরোধী নেতা। সেই জোটে কংগ্রেসকে শামিল করা হবে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। ঐতিহাসিক ভাবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ বুজে দিল্লি তা রাজনীতির জগতের প্রত্যেকেই জানে। আর কিশোরের সঙ্গে মমতার দলের গাঁটছড়া এখনও অটুট। সম্প্রতি প্রশান্ত কিশোর নিজেই কথায় কথায় বলেছেন, কংগ্রেসকে ছাড়া এই মুহুর্তে কোন অক্ষশক্তি বাস্তবায়িত করা সম্ভব নয়। এইঘটনা প্রবাহের সঙ্গে আজকের সাক্ষাৎকে মিলিয়ে পড়লে বোঝা যাবে , শুধু উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব নির্বাচনই নয়, প্রশান্ত কিশোরের লক্ষ আরও বড়। এ কথা ঠিক তিনি সরাসরি যুক্ত তৃণমূলের সঙ্গে থাকছেন ২০২৬ সাল পর্যন্ত। কাজেই সরাসরি উত্তরপ্রদেশ নির্বাচনে তিনি স্ট্র্যাটেজিস্ট হিসেবে থাকবেন কিনা তাই নিয়ে প্রশ্ন থাকছে। কিন্তু অভ্যন্তরীণ সূত্র বলছে, সমস্ত ব্যর্থতা ঝেড়ে ফেলে অক্ষশক্তির অঙ্গ হিসেবে কংগ্রেস যাতে আগামী লোকসভা নির্বাচনের আগে উঠে আসে, তা নিশ্চিত করতে একটা বড় ভূমিকা থাকতে পারে প্রশান্ত কিশোরেষ এই কারণেই এই বৈঠককে নিছক পাঞ্জাব-উত্তরপ্রদেশের প্রেক্ষাপটে ভাবলে চলবে না। রাজনৈতিক মহলের মতে প্রশান্ত কিশোর হয়তো বড় মাস্টার স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে চলেছেন। তাই পিকে-রাহুল সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।