আগামী ২২ জুলাই রাজ্যে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে। সেদিন দুপুর ৩টে নাগাদ সংসদের তরফে আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালি ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরের দিন অর্থাত্ ২৩ জুলাই ১১ টার পর থেকে স্কুল থেকে মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা। অতিমারীর কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছিল। মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস মঙ্গলবার জানিয়েছেন, ‘২২ জুলাই পরীক্ষার ফল প্রকাশের পর ২৩ জুলাই থেকে নিজের-নিজের স্কুলে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। মার্কশিট বিলির সময়ে যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, সে দিকে বিশেষ নজর রাখার জন্য সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’