কলকাতা

নবান্নের সবুজ সংকেত পেলে শুক্রবার থেকেই লোকাল ট্রেন চালাতে তৈরি পূর্ব রেল

স্টাফ স্পেশাল ট্রেনে উঠে পড়ছে সাধারণ লোকজনেরা। ধরপাকড় করেও তাদের রোখা যাচ্ছে না। বিষয়টিতে উদ্বিগ্ন পূর্ব রেল। এজন্য সমস্ত লোকাল ট্রেন চালু করতে চায় তারা। আজ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘সব লোকাল চালাতে আমরা তৈরি। নবান্নে আগেই জানিয়েছি। আজ অনুমতি পেলে কাল থেকেই কোভিডবিধি মেনে পুরোদমে চলবে সব ট্রেন।’ করোনা বিধিনিষেধের জেরে মে থেকে বন্ধ কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন। যার ফলে সমস্যায় বহু মানুষ। ইতিমধ্যে কলকাতা লাগোয়া জেলাগুলির বিভিন্ন জায়গায় সেই ক্ষোভ আছড়ে পড়েছে। তবে ট্রেন চালাতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে লাগু রয়েছে বিধিনিষেধ। তার পর শহরতলির লোকাল ট্রেন চলবে কি না তা নিয়ে ফের একবার জল্পনা শুরু হয়েছে।