দেবাঞ্জন, সনাতন, শুভদীপের শহরে গ্রেফতার এবার ভুয়ো ইডি অফিসার চন্দন। সরাসরি সাংসদকে ফোন করে বিভিন্ন অজুহাতে টাকার দাবি করেছিল চন্দন রায় নামে ওই প্রতারক। তৃণমূল সাংসদ শান্তনু সেনের অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অভিযুক্ত চন্দন রায়কে গ্রেফতার করে পুলিশ। দিদির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর সিম কার্ড। অভিযোগ, সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের কাছে একটি ফোন আসে। ফোনে ব্যক্তি নিজের নাম বলেন শান্তনু মিত্র, ইডির অফিসার হিসেবে পরিচয় দেয় ওই ব্যক্তি। এরপরই ভিন্ন কারণ দেখিয়ে সাংসদের থেকে মোটা টাকা চায় ওই ব্যক্তি। অন্যথা সাংসদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় সে। তত্ক্ষণাত্ লালবাজারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন সাংসদ। স্থানীয় করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তবে কিছুদিন বন্ধ ছিল ওই ফোন নম্বরটি, এরপর ফোনের সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় চন্দন রায় নামে ওই প্রতারককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দমদমের গোরক্ষবাসি লেনের বাসিন্দার চন্দন এর আগেও বহু মানুষের সঙ্গে এ ধরনের প্রতারণা করেছে। বিডি অফিসারের পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ মানুষের থেকে। তবে এবার বরদান মেরেছিল সে। শেষ পর্যন্ত ধরা পড়ল পুলিশের জালে।