কলকাতা

জয়েন্ট পরীক্ষার্থীদের আগামীকাল স্টাফ স্পেশ্যালে ওঠার অনুমতি দিল রেল

জয়েন্ট পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন। এবিষয়ে রেলকে আগেই চিঠি দিয়েছিল রাজ্য সরকার। সেই চিঠির আবেদনে সম্মতি দিয়েছে পূর্ব রেল। শনিবার জয়েন্টের প্রবেশিকা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ট্রেনে ওঠার জন্য টিকিট কাউন্টারে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখিয়ে একদিনের টিকিট কাটতে হবে। সেই টিকিট নিয়ে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন পরীক্ষার্থীরা। সমস্ত টিকিট কাউন্টারে নির্দেশ দেওয়া হয়েছে। এ বছর প্রায় ৯২ হাজার পড়ুয়া এবার জয়েন্টে বসছেন। কলকাতা-সহ রাজ্যের ২৭৪টি কেন্দ্রে এবার পরীক্ষাগ্রহণ হবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সবরকম স্বাস্থ্যবিধি মেনেই এই পরীক্ষা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে বোর্ড। ১৪ অগস্টের মধ্যে পরীক্ষার ফলও প্রকাশ হয়ে যাওয়ার কথা।