কলকাতা

বিজেপি বিধায়কদের ছেড়ে যাওয়া ৮ কমিটির নতুন চেয়ারম্যান ঘোষণা পার্থর, জায়গা পেলেন মদন

বিজেপি বিধায়কদের ছেড়ে যাওয়া রাজ্য বিধানসভার আটটি স্ট্যান্ডিং কমিটির শীর্ষপদে শুক্রবার নতুন করে কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই দেখা যাচ্ছে কপাল খুলেছে মদন মিত্রের। কেননা তাঁকে বিধানসভার লেবার কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে। বস্তুত মদন মিত্র এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে পরেই অনেকেই ভেবেছিলেন তাঁকে বোধহয় মন্ত্রী করা হবে। কিন্তু সেই আশা পূরণ হয়নি। তুলনায় তাঁর থেকে অনেক জুনিয়র তৃণমূল বিধায়কেরা মন্ত্রী হয়েছেন। এই অবস্থায় কিছুটা হলেও হতাশ হয়েছেন মদন মিত্রের হাজার হাজার অনুরাগী। তবে এদিন মদনবাবুকে বিধানসভার অন্যতম একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করায় তাঁর গুরুত্ব কিছুটা হলেও বাড়লো। খুশি হলেন তাঁর অনুরাগীরাও। এদিন বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মুকুল রায় থাকলেও হাজির ছিলেন না কোনও বিজেপি বিধায়ক। পরে এই বৈঠকের বিষয়ে সাংবাদিক বৈঠকে পার্থ জানান, বিধানসভার লেবার কমিটির চেয়ারম্যান পদে মনোজ টিগ্গার জায়গায় মদন মিত্রকে নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে তিনি এটাও জানান যে, মিহির গোস্বামীর জায়গায় চেয়ারম্যান হয়েছেন সুদীপ্ত রায়, আনন্দময় বর্মনের জায়গায় হুমায়ুন কবীর, অশোক কীর্তনিয়ার পরিবর্তে চেয়ারম্যান হয়েছেন পান্নালাল হালদার, কৃষ্ণ কল্যাণীর পরিবর্তে আব্দুল খালেক মোল্লা, নিখিল রঞ্জন দে-র জায়গায় রুকবানুর রহমান, বিষ্ণুপ্রাসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত এবং দীপক বর্মন জায়গায় অশোক চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান করা হয়েছে। বিজেপি বিধায়কদের পদত্যাগ প্রসঙ্গে পার্থবাবু বলেন, ‘আজকের বৈঠকে হাজির থাকার জন্য ওঁদের অনুরোধ করা হয়েছিল। তার পরও ওঁরা শোনেননি। কমিটির সদস্য থাকতে পারলে চেয়ারম্যান পদে থাকতে কী অসুবিধে, বুঝলাম না। ২৬শে জুলাই থেকে কমিটির বৈঠক শুরু হবে।’