এবার উচ্চ প্রাথমিকে দ্রুত শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, ১৯ জুলাই থেকেই শুরু হতে চলেছে ইন্টারভিউ পর্ব। চলবে আগামী ৪ অগাস্ট পর্যন্ত। সমস্ত কোভিড বিধি মেনেই অনলাইনে হবে ইন্টারভিউ। পুজোর আগেই সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মতো নম্বর-সহ ইন্টারভিউয়ের জন্য মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এদিন সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে আদালত। সেইমতো আমরা পদক্ষেপ করছি। ইতিমধ্যেই ১৫ হাজার ৪০৬ জুনের মেধা তালিকা প্রকাশ করেছে কমিশন। কাদের মধ্যে উচ্চ প্রাথমিকের শূন্য পদে নিয়োগ করা হবে ১৪ হাজার ৩১৯ জনকে। ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে www.westbengalssc.com কমিশনের এই ওয়েবসাইটে।