বাদল অধিবেশন শুরুর আগে বিরোধীদের কাছে সংসদে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সংসদে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনাকে স্বাগত জানিয়ে সরকার পক্ষকে জবাব দেওয়ার সুযোগ দেওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি বলেন, ‘বিরোধীরা কড়া প্রশ্ন অবশ্যই করবে৷ শান্তিপূর্ণ পরিবেশে সরকার সেই প্রশ্নের উত্তর দেবে৷’ অর্থাৎ সংসদের কাজকর্ম স্বাভাবিক রাখার দায়িত্ব যে বিরোধীদের তা বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী৷ ভারতীয়দের ফোনে আড়ি পাতা নিয়ে গতকাল বোমা ফাটায় একাধিক দেশি-বিদেশি সংবাদমাধ্যম৷ তার পর উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি৷ কেন্দ্রের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ এনেছে বিরোধীরা৷ এই আবহে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন৷ প্রথম দিনই এমন গরম ইস্যুতে সংসদে বিরোধীরা হট্টগোল বাধাবেন তা ধরেই নিয়েছেন বিশেষজ্ঞরা৷ সরকারও তা বিলক্ষণ জানে৷ তাই সংসদে প্রবেশের আগে বিরোধীদের কাছে সংসদের কাজকর্ম স্বাভাবিক রাখার আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বলেন, ‘কড়া প্রশ্ন করুন৷ কিন্তু সরকারকে উত্তর দেওয়ার সুযোগও দেবেন৷’ সংসদে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী৷ সেখানে তিনি ভ্যাকসিন নিয়েও মন্তব্য করেন৷ জানান, মহামারী বিষয়কে গুরুত্ব দিয়ে সরকার আলোচনা করতে চায়৷ কোভিড টিকা নিতেও সকলকে আবেদন জানান৷ প্রধানমন্ত্রীর সংযোজন, যাঁরা টিকা নিয়েছেন, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা বাহুবলী হয়ে উঠেছেন৷ তিনি বলেন, ‘বাহুতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে৷ যাঁরা টিকা নিচ্ছেন তাঁরা বাহুবলী৷ ৪০ কোটি মানুষ বাহুবলী হয়ে উঠেছেন৷ করোনা গোটা বিশ্বকে গ্রাস করেছে৷ আমরা সংসদে এ নিয়ে অর্থবহ আলোচনা চাই৷’