কলকাতাঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিজেপি কর্মসূচিকে কেন্দ্রকে ধুন্ধুমার সুকিয়া স্ট্রিটে রামমোহন লাইব্রেরি সামনে। অভিযুক্তদের শাস্তির দাবিতে আজ অর্থাৎ সোমবার পথে নামার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। সেই মতোই সোমবার সকালে সুকিয়া স্ট্রিটে জড়ো হন প্রচুর বিজেপি কর্মী-সমর্থকরা। জমায়েত বাড়তে দেখেই পুলিশের তরফে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে এই কর্মসূচি করা যাবে না। নিয়ম না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ করা হবে। পুলিশের হুঁশিয়ারিতে কর্ণপাত না করেই জমায়েত করতে থাকেন। ফলে কর্মসূচি শুরুর আগেই পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।পুলিশ-বিজেপি কর্মীদের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট। পুলিশের সঙ্গে বচসায় জড়ান রাহুল সিনহাও। একে একে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় রাহুল সিনহা সহ একাধিক বিজেপি নেতাকে। বিজেপি নেতার অভিযোগ, অগণতান্ত্রিকভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও বিজেপি নেতাদের সাফ কথা, এভাবে তাঁদের থামানো যাবে না।