বিদেশ

শব্দের চেয়ে ৭গুণ বেশি গতির জিরকন হাইপারসোনিক ক্রুজ মিশাইলের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করল রাশিয়া

বিশ্বকে আবারও নতুন অস্ত্রের সঙ্গে পরিচয় করালেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রপতির ভাষায় এই অস্ত্র ‘অজেয়’। হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করল পুতিনের দেশ। জিরকন নামের এই অস্ত্রটি জলে ও স্থলে আঘাত হানতে সক্ষম। আজই  রাশিয়ার ব্যারেন্টস সাগরে জিরকনের এই মিসাইলের সফল পরীক্ষা করেছে রাশিয়া। সূত্রের খবর, ৩৫০ কিমি দূরে থাকা লক্ষ্যবস্তুতে সঠিক ভাবে আঘাত আনতে সক্ষম এই মিসাইল। শব্দের চেয়েও সাতগুণ বেশি গতি সম্পন্ন এই জিরকন মিসাইল। পরীক্ষায় ৩৫০ কিমি দূরত্ব অতিক্রম করলেও জিরকনের রেঞ্জ প্রায় ১ হাজার কিলোমিটার। খোদ পুতিনের ভাষায় এই মিসাইল অজেয়। রাশিয়ার যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলিতে এই জিরকন ব্যবহৃত হবে আগামীদিনে।