২১ শে জুলাই শহিদ দিবসের এই দিনটির গুরুদায়িত্বে থাকে তৃণমূলের যুব সংগঠনের নেতৃত্ব। করোনার জন্য এবছর বিধি মেনেই ভার্চুয়ালি হবে অনুষ্ঠান। যার বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সদ্য নিযুক্ত সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এদিন তিনি নিজের বক্তব্য প্রকাশ করে জানিয়েছেন, ২১ শে জুলাই যুব শক্তির বন্দনার দিন। শৃঙ্খলা ও ছাত্র যৌবনের উচ্ছ্বাসে ১৩ জন বীর শহীদদের আত্মত্যাগ কে স্যালুট জানিয়ে নানা কর্মসূচির মাধ্যমে বীর শহিদদের শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তৃণমূল যুব কংগ্রেস রাজ্য ব্যাপী শহিদ স্মৃতি তর্পণের নানান কর্মসূচি নিয়েছে। এই দিন রাজ্যের প্রতিটি জেলায়, সাংগঠনিক ব্লক স্তরে স্থানীয় ও শীর্ষ নেতৃত্বের সহযোগিতায় এবং শীর্ষ নেতৃত্বের নির্দেশাবলী অনুযায়ী শহিদ বেদী নির্মাণ করে, ১৩ জন শহিদদের উদ্দেশ্যে মাল্যদান করে পতাকা উত্তোলন করা হবে। তিনি আরও জানিয়েছেন, এই দিন সমস্ত স্তরে রাজ্যের বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিন ও প্রোজেক্টর ব্যবহার করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান বক্তব্য সামাজিক দূরত্ব বিধি মেনে সকলকে দেখানোর ব্যবস্থা করেছে তৃণমূল যুব কংগ্রেস। এ ছাড়াও প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি ব্লকে যুব সংগঠনের তরফে মাইক লাগানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রত্যেকে নিজের বাড়িতে বসে মাননীয়া মুখ্যমন্ত্রীর মূল্যবান বক্তব্য শুনতে পারেন। যাতে এই ভার্চুয়াল অনুষ্ঠান আরও দ্রুত গতিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সে ক্ষেত্রে তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন জেলা জুড়ে সোশ্যাল মিডিয়া সেলগুলিকে সক্রিয় করা হয়েছে। এই মহত্ উদ্দেশ্যে তৃণমূল যুব কংগ্রেসের তরফে নানান অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে। শহীদ স্মৃতিতে উজ্জ্বল এই দিন উদযাপনের জন্য বিভিন্ন অঞ্চলে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এছাড়াও এই সপ্তাহে তৃণমূল যুব কংগ্রেসের যে বন মহোত্সব কর্মসূচি শেষ হয়ে যাচ্ছে তা শহিদ দিবসের পবিত্র অবসরে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মধ্যে দিয়ে পালন করার উদ্যোগ নিয়েছে তৃণমূল যুব কংগ্রেস। সায়নীর আরও বক্তব্য, বিভিন্ন জেলায় যেখানে বীর শহিদদের পরিবার রয়েছে তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টাও করছে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যমী দল। জেলা জুড়ে বিভিন্ন অঞ্চলে শহীদ দিবসের এই দিনে তৃণমূল যুব কংগ্রেস বর্ষীয়ান কর্মীদের সম্মাননা জ্ঞাপনের কর্মসূচিও গ্রহণ করেছে। এছাড়াও তৃণমূল যুব কংগ্রেস বিভিন্ন কর্মসূচী নিয়েছে এই শহীদ দিবস পালন করার ক্ষেত্রে। তার মধ্যে ছাত্রবন্ধু কর্মসূচী, বিভিন্ন এলাকায় অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে খাওয়ানোর মত নানান মানবিক কর্মসূচি গুলি বিশেষভাবে উল্লেখযোগ্য।