কলকাতা

রাজ্যে ফের বাড়ল বিধি নিষেধের সময় সীমা, ১৫ অগাস্ট পর্যন্ত জারি কড়াকড়ি, রাত ৯টার পর আরও সতর্ক প্রশাসন

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ রাজ্যে ফের বাড়ল বিধি নিষেধের সময়সীমা। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হল বলে জানানো হয়েছে নবান্নের তরফে। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে  স্কুল, কলেজ বন্ধই থাকছে। বাজার-হাট খোলার ক্ষেত্রে আগের নিয়মই বজায় থাকবে। একইভাবে চলবে যানবাহন। তবে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ লোক নিয়ে করা যাবে সরকারি অনুষ্ঠান। সেই সঙ্গে জারি থাকছে নাইট কারফিউ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত গোটা রাজ্য জুড়ে নাইট কারফিউ জারি থাকবে বলে জানানো হয়েছে এই নির্দেশিকায়। তবে নাইট কারফিউ কড়াকড়ির নির্দেশ দেওয়া হয়েছে নাবান্নর তরফে। যদিও ছাড় মিলবে যে কোনও জরুরি পরিষেবায়। নতুন করে জারি করা বিধি নিষেধে এবার লোকাল ট্রেন চলবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এ থেকে ধরে নেওয়া যায় ১৫ আগস্ট পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না লোকাল ট্রেন চলাচলও। সার্বিক ভাবে করোনা বিধি যাতে যথাযথ ভাবে পালন করা হয় তাতেও কড়া নজর রাখতে বলা হয়েছে নতুন নির্দেশিকায়। এ ব্যাপারে জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনারেটগুলিকে সচেতন থাকতে বলা হয়েছে। একই সঙ্গে মাস্ক পরা, দৈহিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে কি না সে ব্যাপারেও কড়াকড়ি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত এর আগে নবান্নের তরফে যে নির্দেশিকা জারি করা হয় সেখানে জানানো হয়, জুলাইয়ের শেষ পর্যন্ত রাজ্যে জারি থাকবে কোভিড বিধি। তবে তার আগেই আরো একবার ফের ১৬ দিনের বিধি নিষেধ লাগু করল রাজ্য সরকার। উল্লেখ্য গত কালই কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্যসরকারের মুখ্যসচিবদের চিঠি পাঠিয়ে কঠোর ভাবে কোভিড বিধি পালন করবার নির্দেশ দিয়েছেন। তাই নবান্ন তরফেও এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।