দেশ

‘২০২৪-এ পরিবর্তন আসবেই’, মমতা সাথে সাক্ষাৎ শেষে ইঙ্গিতপূর্ণ মন্তব্য জাভেদ আখতারের

 ২০২৪ সালে কী তবে মমতা বন্দ্যোপাধ্যাই হতে চলেছেন দেশের মুখ। জাতীয় রাজনীতিতে ক্রমশ বেড়ে চলা তাঁর গুরুত্ব। জল্পনা বাড়াচ্ছে তাঁর পাঁচদিনের দিল্লির সফরের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। কংগ্রেস সহ একাধিক বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার মমতার সঙ্গে সাক্ষাৎ করলেন গীতিকার জাভেদ আখতার ও তাঁর স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি। দু’জনেই বামপন্থী মতাদর্শে বিশ্বাসী শিল্পী হিসেবেই পরিচিত। এমনকী সাক্ষাৎ শেষে ২০২৪ নির্বাচনে মোদি বিরোধী জোট গড়ে তোলার ক্ষেত্রে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করলেন তাঁরা। জাভেদ-শাবানার সঙ্গে তাঁর এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুক্রবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাভেদ-শাবানা। মমতাই কী এবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী? তিনিই কি মোদী বিরোধী জোটের মুখ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাভেদ আখতার বলেন, ‘কে নেতৃত্ব দেবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশে পরিবর্তন আনাটাই মৌলিক বিষয়। আমার বিশ্বাস ২০২৪-এ পরিবর্তন আসবেই। দেশের গণতান্ত্রিক পরিস্থিতি আরও উন্নত হবে। দেশের সার্বিক পরিস্থিতির পরিবর্তন হবে।’ তবে ঠারেঠোরে বামপন্থী জাভেদ-শাবানা এদিন বুঝিয়ে দেন, মোদি বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এক সাংবাদিক প্রশ্ন করে, ‘আপনার কি মনে হয় খেলা হবে গানটির বিশেষ গুরুত্ব রয়েছে?’ উত্তরে বর্ষীয়ান গীতিকার বলেন, ‘আপনাদের কি এখনও সংশয় রয়েছে এই নিয়ে? খেলা হবে খেল দেখিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকার কথাই নয়।’ তাঁর এই বক্তব্যকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।