করোনার হটস্পট এই মুহূর্তে কেরল। পিনারাই বিজয়নের সরকারকে সমালোচনা করতে মাঠে নেমে পড়েছে বিরোধীরা। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেন, ‘কেরলের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে প্রচার চালানো হচ্ছে। রাজ্যে এখনও ৫০ শতাংশ মানুষ সংক্রমিত হননি। একাধিক বিষয়কে মাথায় রেখে বর্তমান পরিস্থিতিতে যে হারে সংক্রমণ হচ্ছে, তা আশ্চর্যজনক কিছু নয়।‘
তিনি আরও বলেন, বিভিন্ন রাজ্যের বিশেষজ্ঞরা বলছেন, আমরা সংকট মোকাবিলায় একেবারে সঠিক রাস্তায় হাঁটছি। আইসিএমআরের সেরো সার্ভে থেকে বোঝা গিয়েছে, আমাদের রাজ্যে কোভিড মোকাবিলার ব্যবস্থাপনায় কোনও গলদ নেই। কোনওদিন এক লক্ষ ৯৬ হাজার, কোনওদিন এক লক্ষ ৬৩ হাজার নমুনা পরীক্ষা হচ্ছে, যা দৈনিক সর্বোচ্চ। আমরা সব আক্রান্তকে চিহ্নিত করতে চাই। যত বেশি পজিটিভ ব্যক্তিকে চিহ্নিত করা যাবে, তত বেশি দ্রুত করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তৃতীয় ঢেউয়ের কোনও সম্ভাবনাই তৈরি হয়নি। কিন্তু বেশি মাত্রায় পরীক্ষা হচ্ছে বলেই আক্রান্তের সংখ্যা বেশি করে ধরা পড়ছে।’
বিজয়ন সরকারের পরপর দু’বার ক্ষমতায় আসার অন্যতম কারণ ছিল কোভিড পরিস্থিতিকে কড়া হাতে মোকাবিলা করা। অথচ বর্তমানে ওই রাজ্যই করোনার হটস্পট। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল কিছুদিন আগে কাজ দেখতে এসেছিলেন। তাঁরাও আমাদের কাজে সন্তুষ্ট। তাঁর দাবি, “কেরলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কীভাবে বুঝবেন? হাসপাতালে রোগীসংখ্যাই দেখুন। হাসপাতালে রোগী সংখ্যা যেমন কম, তেমনই আইসিইউ বেড বা অক্সিজেনের অভাবও নেই। এর অর্থই সংক্রমণের ভয়াবহতা আগের মতো নেই।”