অতিবৃষ্টির জেরে বানভাসি গোটা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় উদয়নারায়ণপুর, আমতা, খানাকুল, গোঘাট, আরামবাগ সাব-ডিভিশনের বিস্তীর্ণ এলাকা। সেই ভয়াবহ পরিস্থিতি পরিদর্শনে সড়কপথে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জন্য খানাকুলের ঘোষপাড়ায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। কিন্তু বুধবার সকাল থেকেই আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকায় মমতার কপ্টার উড়তে পারেনি। সড়ক পথে আমতায় পৌঁছেই মুখ্যমন্ত্রী হাঁটুজলে নেমে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসন যে সব রকম বাবে তাঁদের পাশে রয়েছে, সেই আশ্বাসও দেন তিনি। গোটা এলাকা জলমগ্ন থাকায়, রাস্তায় দাঁড়িয়েই প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকরা কীভাবে উদ্ধার কার্য
চালাচ্ছেন, কতজনকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে, সমস্ত তথ্য জেনে নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নিজেদেরই সাবধানে থাকতে হবে। প্রাণহানি যাতে না হয়, তা দেখতে হবে। মানুষকে সাহায্য করার জন্য বাকি যে সাহায্য দরকার, তা সরকার করবে। এখনও দেখছেন বাজ পড়ছে। পরিস্থিতি খারাপ। সাবধানে থাকুন।’ আমতায় মুখ্যমন্ত্রী এও বললেন, ‘‘৫৪ হাজার কিউসেক জল ছাড়া হবে জানিয়ে দু’ লক্ষ কিউসেক জল ছেড়়েছে ডিভিসি। কেন্দ্রীয় সরকারের ডিভিসি খাল সংস্কার করা উচিত। প্রশাসনকে বলব, বন্যার্তদের খাওয়া দাওয়া থাকার যেন কোনও সমস্যা না হয়। ’’ বন্যা বিধ্বস্ত আমতায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ম্যান মেড ফ্লাড। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, ডিভিসি ইচ্ছেমতো জল ছাড়ছে।’ দেখুন ভিডিও –