কলকাতা

ম্যান মেড বন্যা! ‘ড্যাম থেকে জল ছাড়তেই বন্যা’, মুখ্যমন্ত্রীর অভিযোগকেই মান্যতা দিল প্রধানমন্ত্রীর দপ্তর

৫০ হাজার কিউসেক জল ছাড়বে বলে ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে

রাজ্যের এই পরিস্থিতির জন্য ফোনালাপে ডিভিসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। একে ‘ম্যান মেড’ বন্যা বলেও নালিশ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযোগকেই কার্যত মান্যতা দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে করা টুইট অন্তত তেমনটাই বলছে। পিএমও-র তরফে করা টুইটে বলা হয়েছে,”জলাধার থেকে জল ছাড়ার দরুন বাংলার কিছু জায়গায় হওয়া বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের তরফে রাজ্যকে সমস্তরকম সাহায্য করা হবে। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।” প্রধানমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। এই বন্যাকে ‘ম্যান মেড’ বন্যা বলে দাবি করেন তিনি। মুখ্য মন্ত্রী বলেন, “ডিভিসি জলাধারেরর পলি পরিষ্কার করা হয় না।” পরিষ্কার থাকলে অতিরিক্ত জল ধরে রাখা সম্ভব হত বলে মোদির কাছে সরাসরি অভিযোগ জানান মমতা। তিনি আরও বলেন, ৫০ হাজার কিউসেক জল ছাড়বে বলে ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। সেই কারণেই প্লাবিত বহু এলাকা। তাঁর সেই অভিযোগে প্রধানমন্ত্রী কার্যত সিলমোহর দিলেন বলেই মনে করা হচ্ছে।