জেলা

রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, জলের তলায় প্রায় ৪ লক্ষ হেক্টর কৃষিজমি

রাজ্যের বন্যায় জেরে 4 লক্ষ হেক্টর কৃষিজমি জলের তলায় ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের ৷ জানা গেছে, এখনও পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মানুষ বর্তমানে ত্রাণশিবিরে রয়েছেন বলে জানিয়েছে রাজ্য সরকার ৷ ত কয়েক দিন লাগাতার বৃষ্টিতে বাংলার একাধিক জেলা প্লাবিত । মরার উপর খাঁড়ার ঘা বসিয়েছে ডিভিসির ছাড়া জল । ফলে এই মুহূর্তে বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং বীরভূমের একটা বড় অংশের মানুষের । বৃহস্পতিবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ বানভাসি । রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বন্যার কারণে এখনও পর্যন্ত ১১৩১৮১ জন মানুষকে দুর্গত এলাকা থেকে সরানো হয়েছে । রাজ্যের ৩৬১ টি ত্রাণশিবিরে রয়েছেন ৪৩ হাজার ১৯২ জন । এখনও পর্যন্ত বিপর্যয়ের ফলে মারা গিয়েছেন ২৩ জন । এরমধ্যে দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৬ জনের । জলে ডুবে মৃত্যু হয়েছে ৭ জনের । বাজ পড়ে মৃত্যু হয়েছে ৬ জনের এবং তড়িদাহত হয়ে মারা গিয়েছেন ২ জন । কালিম্পং এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে ২ জনের । এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা সংক্রান্ত যে রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছেন, তাতে জানানো হয়েছে আনুমানিক 4 লক্ষ হেক্টর কৃষিজমি এই মুহূর্তে জলের তলায় রয়েছে ৷ জল না-নামলে এই জমির কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পাওয়া সম্ভব নয় বলে কেন্দ্রকে জানিয়েছে নবান্ন ৷