কয়েকদিন আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছিলেন, ‘সংসদে বিল পাস করানো হচ্ছে? না পাপড়ি চাট বানানো হচ্ছে?’ তাই নিয়ে দিল্লির রাজনীতিতে ঝড় উঠেছিল। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এই মন্তব্য ভারতীয় সংবিধানের অপমান, গণতন্ত্র এবং সাধারণ মানুষের অপমান। ‘ সেদিন বিকেলেই প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে নানা ধরনের ‘পাপড়ি চাট’ খেতে দেখা গিয়েছিল ডেরেক ও’ব্রায়েনকে। এবার ফের একবার ‘পাপড়ি চাট’ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে বিঁধলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বৃহস্পতিবার একটি ট্যুইট করেন ডেরেক। তাতে তিনি বলেন, গত ৮ দিনে ২২টি বিলের ওপর বুলডোজার চালিয়েছে কেন্দ্রীয় সরকার। ট্যুইটে তিনি লেখেন, “বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে কোনও বিল পাস হয়নি। তরপর মোদী-শাহ ৮ দিনে ২২টি বিলে বুলডোজার চালালেন, প্রতিটি বিল পাসের টাইম গড়ে ১০ মিনিট।“ এরসঙ্গে ডেরেক যোগ করেন, এরসঙ্গে ডেরেক যোগ করেন, “মোদীজি, এই সংখ্যার চ্যালেঞ্জ নিন কারণ আমি আরেক প্লেট পাপড়ি চাট উপভোগ করতে চাই।“