বৃষ্টি কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী ৮ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস সূত্রে খবর, ৯ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পাঁচ জেলায়। এদিকে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ঘূর্ণাবর্ত সামান্য সরে যাওয়ার জন্য দক্ষিণ বঙ্গে বৃষ্টির পরিমান কমেছে। আলিপুর হাওয়া অফিস জানিয়ে ছিল মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপের ওপর দিয়ে গয়া ও মালদার ওপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা। সুস্পষ্ট নিম্নচাপ উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে অবস্থান করছে। বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। খানাকুলে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। গ্রামগুলো এখনও জলমগ্ন। যেখানে একতলা বাড়ি সমান জল ছিল, সেখানে জল কিছুটা নেমেছে। এরই মধ্যে ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলেছেন দুর্গতরা। বাড়ির ছাদে যাঁরা আশ্রয় নিয়েছেন তাঁদের দাবি, খাবারের পাশাপাশি দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। রাস্তায় নৌকা যাতায়াত করায় দিনের বেলায় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। বহু জায়গায় ট্রান্সফর্মার জলে ডুবে যাওয়ায় এলাকা বিদ্যুৎহীন। জলে ভেসে গিয়েছে বাড়িঘর।