অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের জের। রাজ্যের ৬টি জেলার প্রায় ৫০০ ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্পের মধ্যে অন্তত আড়াইশোটিই তেলশূন্য হয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে শহর কলকাতাতেও। ফলে টাকা দিয়েও মিলছে না জ্বালানি। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চললে এই সংকট আরও বাড়ার সম্ভাবনা রীতিমতো চিন্তা বাড়াচ্ছে। যাঁরা ধর্মঘটে শামিল হয়েছেন, তাঁদের দাবি, ইন্ডিয়ান অয়েল তাঁদের টেন্ডারে পরিবহণ খরচ অনেকখানি কমিয়ে দিয়েছে। সেই কারণেই প্রতিবাদে নেমেছেন তাঁরা। গত বৃহস্পতিবার থেকেই মৌরীগ্রামের ইন্ডিয়ান অয়েলের ডিপো থেকে পেট্রল, ডিজেল তুলে বেরোয়নি কোনও ট্যাঙ্কার। ফলে বহু পেট্রল পাম্পই তেলশূন্য হয়ে পড়েছে। এভাবেই ধর্মঘট চলতে থাকলে জ্বালানি পেতে ভোগান্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।