দেশ

ত্রিপুরার মাটিতে ফের আক্রান্ত দেবাংশু-জয়া, মাথা ফাটল সুদীপের, ইট-বাঁশ-লাঠি নিয়ে আক্রমণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। আমবাসা যাওয়ার পথে আক্রান্ত হন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহ্‌ জয়া দত্ত সহ তৃণমূল যুব নেতৃত্ব।  শনিবার ফেসবুক লাইভে দেবাংশু জানান, তাঁর গাড়ি লক্ষ্য করে বড়ো বড়ো পাথর ছোড়া হয়। অভিযোগ বাঁশ, লাঠি দিয়ে তাঁদের আক্রমণ করা হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেবাংশু বলেন, যুব তৃণমূল নেতা সুদীপ রাহার মাথা ফেটেছে। গুরুতর জখম সুদীপ রাহা রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও সাহায্য পাওয়া যায়নি। দেবাংশু এও বলেন, ‘আমরা পাহাড়ের উপর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আচমকা আমাদের গাড়ি লক্ষ্য করে বড়ো বড়ো পাথর ছোড়ে বিপ্লব দেবের দল। আমাদের সারা গায়ে, মাথায় কাচ। গাড়ির ভিতরে আধলা ইট। যা দিয়ে কাচ ভাঙা হয়েছে। আমাদের সুদীপের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে’। পুলিশের সামনে বাইক

নিয়ে এসে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন দেবাংশু ভট্টাচার্য। ‘অভিযোগ সবকিছু দেখার পরেও ঠুঠু জগন্নাথ পুলিশ। এদিন দেবাংশ বলেন, বাংলার বিজেপি নেতাদের প্রশ্ন করতে চাই, এটাই কি গণতন্ত্র?  তৃণমূল কর্মীদের সারা গায়ে গাড়ির ভাঙা কাঁচ। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর বসে অবরোধ করেন তাঁরা।এই বিষয় ইতিমধ্যেই ট্যুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দায় মুখর হয়ে ট্যুইটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিজেপি ত্রিপুরার দুষ্কৃতীরা তাদের প্রকৃত রঙ দেখিয়েছে। তৃণমূল কর্মীদের উপর এই বর্বরচিত হামলা ত্রিপুরায় গুন্ডারাজ প্রকাশ করে। বিজেপি বিল্পব-এর সরকার।’ তিনি আরও লেখেন, ‘আপনার হুমকি এবং আক্রমণ কেবল আপনার অমানবিকতার প্রমাণ দেয়।আপনি কী করতে পারেন তৃণমূল একটি ইন্চিও জমে যাবেনা ।

https://www.facebook.com/DebangshuBhattacharyaOfficial/videos/352800706497434
https://twitter.com/abhishekaitc/status/1423942459562758146