কলকাতা

বিদ্যু‍ৎ আইন সংশোধনের বিরোধিতায় প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যগুলিকে এড়িয়ে ফের কেন্দ্রীয় সরকার ফের বিদুত্‍ আইন বদলে সক্রিয় হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ইস্যু ‘জনস্বার্থবিরোধী’ বিদ্যুত্‍বণ্টন সংশোধনী বিলের বিরোধিতা। কোনওরকম আলোচনা ছাড়াই মোদি সরকার সংসদে এই বিল পেশের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। শনিবার কেন্দ্রের এই একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তাঁর অভিযোগ, এই আইন কার্যকর হলে রাজ্যের অধিকার খর্ব হবে। তাই এই সংশোধনী বিলকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। চলতি বাদল অধিবেশনে একতরফা ভাবে বিদ্যুত্‍বণ্টন সংশোধনী বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এদিন কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ২০২০ সালে এই বিল পেশের কথা হয়েছিল। সেই সময় সম্মিলিত আলোচনা চেয়েছিল রাজ্যগুলি। কিন্তু সেই কথাই কর্ণপাত না করে বিল পেশ করছে কেন্দ্র। এই বিল আইনে পরিণত হলে রাজ্যের বিদ্যুত্‍ সংস্থাগুলি আরও রুগ্ন হয়ে যাবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংবিধান অনুযায়ী বিদ্যুত্‍ কেন্দ্র-রাজ্যের যুগ্ম তালিকায় থাকা বিষয়। অথচ রাজ্যের সঙ্গে কোনও আলোচনাই করা হচ্ছে না। সংশোধনী বিলটিকে জনবিরোধী বলেও দাবি করেছেন তিনি। মমতার কথায়, ‘বিল পাশ হলে বিদ্যুত্‍ বন্টন ব্যবস্থার উপর থেকে রাজ্যের নিয়ন্ত্রণ চলে যাবে। যার জেরে সমস্যায় পড়বেন রাজ্যের গরিব মানুষেরা।’