সকালের পর রাত ফের আক্রান্ত তৃণমূলের নেতা-কর্মীরা। আক্রান্ত দেবাংশু, জয়া সহ সে রাজ্যের একাধিক নেতা-কর্মী। জানা যাচ্ছে, রাতে ত্রিপুরাতে ফেরার সময় ফের একবার হামলার অভিযোগ। অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরা জুড়ে। এই অবস্থায় রবিবার সকালেই ত্রিপুরা উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রাতে টুইট করে অভিষেক জানান, আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে রবিবারই তিনি ত্রিপুরা যাচ্ছেন। তাঁর শপথ, শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত বিজেপির সঙ্গে লড়াই করে যাবে। টুইটের শেষে অভিষেক লিখছেন, ‘যদি পার তো আমাকে আটকাও’। ‘স্টপ মি ইফ ইউ ক্যান’- এই ভাষাতেই টুইটারের মাধ্যমে ত্রিপুরা বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার আগরতলা বিমানবন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠির বাড়ি পড়েছিল। শনিবার আমবাসায় চুরমার করে দেওয়া হয় যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যদের গাড়ির কাচ। আরএক তরুণ নেতা সুদীপ রাহা পাথরের ঘায়ে জখম হয়েছেন। গত সপ্তাহেও ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কনভয়ে উপরেও হামলা হয়। আর আজ ফের দলের যুবনেতাদের উপরেও হামলা হওয়ায় সোশ্যালেও তীব্র নিন্দা করেন অভিষেক। তিনি লেখেন, “বিজেপির গুন্ডারা এবার নিজেদের রূপ দেখাচ্ছে। বিপ্লব দেব সরকারের অধীনে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে, তা আজকেই প্রমাণিত হল। এই ধরনের আক্রমণ আসলে অমানবিকতাই তুলে ধরে। যা করার করে নিন। তৃণমূল এক ইঞ্চিও জায়গা ছাড়বে না।” এছাড়া ত্রিপুরা যাচ্ছেন সাংসদ দোলা সেন, কুণাল ঘোষ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।