ভবানীপুর উপনির্বাচনে নেত্রী মমতার জন্য নতুন স্লোগান তৈরি করল দলের উত্সাহী নেতা-কর্মীরা। স্লোগানটি হল ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। স্লোগানটি তৈরি করেছে শাখা সংগঠন জয়হিন্দ বাহিনী। উপনির্বাচনের দিন তারিখ ঘোষণা না হলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে ওই স্লোগান। পাশাপাশি ছোট ছোট হোর্ডিং তৈরি করে ভবানীপুর এলাকায় প্রচারও শুরু করেছে। গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের প্রার্থী হন তিনি। এবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হলেও জয়ী হননি। নিয়ম অনুসারে শপথ নেওয়ার ছ মাসের কোনও একটি কেন্দ্র থেকে মুখ্য়মন্ত্রীকে জিতে আসতে হবে। ভবানীপুরে এবারের ভোটে প্রার্থী করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে। জিতেছিলেন ১৮ হাজার ভোটে। কিন্তু দলনেত্রীর কথা ভেবে তিনি ভবানীপুর আসন থেকে ইস্তফা দেন। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ভবানীপর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, খবর তেমনই। তাই, দিদির জন্য় স্লোগান তৈরি করলেন দলের অনুগত সৈনিকরা।