তৃণমূল যুবনেতা দেবাংশুদের ওপর হামলা, ভোররাতে থানায় নিয়ে গিয়ে আটকে রাখার প্রতিবাদে সোমবার ধরনায় বসতে চলেছেন ডেরেকরা। ধরনা হবে দিল্লিতে সংসদ ভবনে গান্ধি মূর্তির পাদদেশে। সূত্রের খবর, ধর্না কর্মসূচি শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। ত্রিপুরা ইস্যুতে তারা সংসদেও সরব হবে। একই সঙ্গে রাজ্য়জুড়ে চলবে বিক্ষোভ কর্মসূচি। রবিবার ভোররাতে দেবাংশু-সহ ১১ জন যুব তৃণমূল নেতাকে মহামারি আইনে গ্রেফতার করে পুলিশ। এই খবর লেখার সময় তারা এখন আদালতের পথে। থানায় বসে রয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, কুণাল ঘোষ। দেবাংশুদের সঙ্গে থানায় দেখা করতে গেলে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। বেলার দিকে দেবাংশুদের আদালতে নিয়ে যাওয়া হয়। অন্য়দিকে অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেন, আটক কর্মী-সমর্থকেদর ছেড়ে দেওয়া না হলে তিনি থানাতেই বসে থাকবেন। তাঁর কথায়, ‘পাঁচ ঘণ্টা কেন? প্রয়োজনে পাঁচ দিন বসে থাকব এখানে’। সব মিলিয়ে ত্রিপুরা রবিবার সকাল থেকেই তপ্ত। এবার সে ক্ষোভের আঁচ পড়তে চলেছে দিল্লিতে। সংসদ গত কয়েকদিন ধরেই অচল। সোমবার থেকে ফের অচল হতে পারে সংসদ ।