দেশ

পুলিশ স্টেশনে বারবার মানবাধিকার লঙ্ঘন, উদ্বেগ প্রকাশ দেশের প্রধান বিচারপতি এনভি রমানা-র

দেশের পুলিশ স্টেশনগুলিতে বারবার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধান বিচারপতি এনভি রমানা। বিচারপতি রমানার মন্তব্য, ‘মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি পুলিশ স্টেশনে সর্বাধিক।’ তিনি বলেন, ‘হেফাজতে নির্যাতন এবং অন্যান্য পুলিশি অত্যাচার এমন সমস্যা যা এখনও আমাদের সমাজে রয়ে গিয়েছে। সংবিধানে মানবাধিকার রক্ষার বিষয়টি সুনিশ্চিত করা হলেও আইনি প্রতিনিধিত্বের অভাবে থানায় গ্রেফতার বা আটক করার ক্ষেত্রেও নানা সমস্যার সৃষ্টি হয়।’ ন্যাশানাল লিগ্যাল সার্ভিস অথরিটি অফ ইন্ডিয়া (নালসা) আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবিবার এ কথা বলেন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি। তিনি বলেন, ‘প্রতিটি থানা এবং কারাগারে ডিসপ্লে বোর্ড এবং আউটডোর হোর্ডিং লাগানো পুলিশের বাড়াবাড়ি নিয়ন্ত্রণে আনার একটি পদক্ষেপ। পুলিশ শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে ন্যাশানাল লিগ্যাল সার্ভিস অথরিটি অফ ইন্ডিয়াকে পুরো বিষয়টি দেখভাল করবে।’