জেলা

কেন্দ্র পাঠাচ্ছে না ভ্যাকসিন, মঙ্গলবার থেকে রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কোভিশিল্ডের টিকাকরণ!

 কেন্দ্র পর্যাপ্ত টিকা দিচ্ছে না, তাই রাজ্যের ইচ্ছা থাকলেও মাঝে মাঝেই বন্ধ রাখতে হচ্ছে টিকাকরণ। এই বিষয়ে দিল্লি গিয়ে কিংবা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও কোনও সুরাহা হচ্ছে না। তাই আবারও বন্ধ হতে চলেছে কোভিশিল্ড-এর টিকাকরণ। কলকাতা শহরেই কোভিশিল্ড-এর ভাঁড়ার শুন্য, তাই পুরসভার তরফে জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এই ভ্যাকসিন দেওয়া। কিন্তু কোভ্যাকসিন-এর জোগান থাকায় তা চলবে। গত ৬ ও ৭ তারিখ কোভিশিল্ড-এর টিকা দেওয়া বন্ধ ছিল শহরে। গত শনিবার রাতে কিছু ডোজ এসে পৌঁছেছিল কোভিশিল্ডের কিন্তু রাজ্য তখনই জানিয়েছিল সেটা পর্যাপ্ত নয়। তাই আজকের পর কলকাতায় বন্ধ থাকছে কোভিশিল্ডের টিকা দেওয়ার কাজ। কোভিশিল্ডের সাড়ে তিন লক্ষ ডোজ আসলেও জেলাতে পাঠাতে হচ্ছে, আর গোটা শহরেই এক লক্ষ কোভিশিল্ড’-এর ডোজ প্রয়োজন এই মুহূর্তে। তাই বাধ্য হয়েই পুরসভাকে বন্ধ রাখতে হচ্ছে কোভিশিল্ড-এর টিকা দেওয়ার কাজ।