দেশ

যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি পেলেন আইটিবিপির ২ মহিলা অফিসার

এবার সরাসরি যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি পেলেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিসের (আইটিবিপি) দুই মহিলা অফিসার। প্রশিক্ষণপর্ব সম্পূর্ণ করার পর রবিবার পাসিং প্যারেড অনুষ্ঠানে দুই মহিলা অফিসার দীক্ষা এবং প্রকৃতি কুমারের কাঁধে অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্টের র‌্যাঙ্ক পরিয়ে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং বাহিনীর ডিজি এস এস দেসওয়াল। এদিনের অনুষ্ঠানে বাহিনীর ইতিহাস নিয়ে লেখা বই ‘হিস্টরি অব আইটিবিপির আনুষ্ঠানিক উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী ও ডিজি। উত্তরাখণ্ডের মুসৌরিতে আইটিবিপি’র ট্রেনিং অ্যাকাডেমি থেকে এবার মোট ৫৩ জন অফিসার প্রশিক্ষণ সম্পূর্ণ করেছিলেন।