বাড়িতে স্বামী না থাকার সুযোগে এক বধির গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে আমতা বিধানসভার বাইনান ষষ্টীতলায়। নির্যাতিতা বর্তমানে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে গৃহবধূর স্বামী পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে উলুবেড়িয়া মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস রবিবার রাতেই স্থানীয় দুই তৃণমূল নেতা দেবাশিস রানা ও কুতুবুদ্দিন মল্লিককে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে তোলা হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গৃহবধূর স্বামী সক্রিয় বিজেপি কর্মী হিসেবে বিধানসভা নির্বাচনে কাজ করেছিলেন। যদিও নির্বাচনের পর থেকেই তিনি ঘরছাড়া ছিলেন। বছর খানেক আগে শারীরিক সমস্যার কারণে ওই গৃহবধূ বধির হয়ে পড়েন। বাসিন্দাদের অভিযোগ, শনিবার গভীর রাতে স্থানীয় ৪-৫ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। রবিবার ভোরে গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে। প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতাল এবং পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নির্যাতিতাকে ভর্তি করা হয়।