জেলা

বিশ্ব আদিবাসী দিবসঃ গায়ে জড়িয়ে আদিবাসীদের শাড়ি ধামসা-মাদলের ছন্দে পা মেলালেন ‘ঘরের মেয়ে মমতা’

কাঁচের ঘরে নয়, রাস্তায় নেমে আমজনতার সঙ্গে মিশে যাওয়াই তাঁর স্বভাবসুলভ আচরণ। আজও তাঁর ব্যতিক্রম হল না। আদিবাসী দিবসে আদিবাসীদের শাড়ি গায়ে জড়িয়ে, ধামসা মাদলের ছন্দে পা মেলালেন, কখনো বা ধামসা বাজালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সব কিছুর মধ্যেই ফের সকলের সামনে উঠে এলো ‘ঘরের মেয়ে’ মমতার ছবি। রাজ্য এবং দেশের সব রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক ব্যাক্তিত্ব মমতা প্রসঙ্গে সবার আগে রাখেন যে বৈশিষ্ট্য তা হল মমতার। এদিন বিশ্ব আদিবাসী দিবস। জঙ্গলমহলের সেই অনুষ্ঠানের শুভ সূচনায় ঝাড়গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম স্টেডিয়ামে ছিল সেই অনুষ্ঠান। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও। গোটা অনুষ্ঠান মঞ্চ ঘুরে দেখেন তিনি। সেখানে আদিবাসী নৃত্য পরিবেশন করছিলেন নৃত্যশিল্পীরা। তাঁদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রীও। প্রায় মিনিট দুয়েক নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী।