দেশ

ডেপুটি স্পিকারহীন লোকসভা, টুইটে কেন্দ্রকে ৪ গোল ডেরেকের

 তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন টুইটারে কেন্দ্রকে তোপ দাগেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ একটি ছবি সমেত তথ্য শেয়ার করে লিখেছেন, বিজেপি সরকারের দুর্বল রক্ষণ আবারও সামনে চলে এল। বিরোধীরা আরও একটা গোল করে দিল। এগিয়ে গেল ৪-০ গোলে। এরপরেই ডেরেক লিখেছেন , সংসদের নিয়মকে অবজ্ঞা করে গত দুই বছর ধরে লোকসভায় কোনও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়নি। ডেরেকের পোস্ট করা ছবির তথ্য অনুযায়ী , ৬ আগস্ট পর্যন্ত ৭৮২ দিন পেরিয়ে গিয়েছে লোকসভায় কোনও ডেপুটি স্পিকার নেই। সবচেয়ে বেশিদিন এই পদে ছিলেন ১২তম ডেপুটি স্পিকার পিএম সঈদ। তিনি ২৭০ দিন ওই পদে ছিলেন। কিন্তু এমন ভাবে পদ খালি পড়ে থাকেনি। রাজ্যসভায় তৃণমূলের ​সাংসদ ট্যুইটে লিখেছিলেন, বিজেপির সরকারের রক্ষণভাগ অত্যন্ত দুর্বল, তাই বিরোধীরা পার্লামেন্টে গোল করেই চলেছে।