রাজ্যে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। দেশে ও বিদেশে টেক সাপোর্ট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। ১০ জনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সূত্রের খবর, সল্টলেক সেক্টর ফাইভের ম্যাট্রিক্স বিল্ডিংয়ে অফিস খুলে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চালানো হত। উদ্ধার করা হয়েছে মোবাইল, ল্যাপটপ সহ বেশকিছু জিনিস। গত সপ্তাহেই কল সেন্টারের আড়ালে প্রতারণার অভিযোগে আরও এক চক্রের ৬ জনকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ। স্বাস্থ্য বিমার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল ধৃতদের বিরুদ্ধে। পুলিশের দাবি, দেশে ও বিদেশের বিভিন্ন লোককে টার্গেট করে স্বাস্থ্য বিমা করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা লুঠ করত অভিযুক্তরা। ধাপে ধাপে টাকা নিয়ে পরে গ্রাহকের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করত অভিযুক্তরা। গত বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বহুতলে হানা দেয় নিউটাউন থানার পুলিশ। এরপরই কমলেশ কুমার আর্য সহ গ্রেপ্তার করা হয় ৬ জনকে। উদ্ধার করা হয়েছিল ১৪টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোন ও ৩টি ডেবিট কার্ড।