বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলস্বপ্ন প্রকল্পকে প্রসারিত করার উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে মুখ্যসচিব। স্কুল,অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্র গুলিকে এই প্রকল্পের আওতার মধ্যে অন্তর্ভুক্ত করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এবার জেলাশাসকদের জলস্বপ্ন প্রকল্পকে আরও কার্যকরী করার জন্য কয়েক দফার নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে এমনই খবর। বাড়িতে বাড়িতে জলের যোগাযোগ প্রত্যেক সপ্তাহে পাঠানোর সংখ্যা আরো বাড়ানোর পাশাপাশি, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যাতে দ্রুত জলের পাইপ লাইনের সঙ্গে যোগাযোগ করা যায় সেই বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে খবর, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে মুখ্যসচিব একটি বৈঠক করেছিলেন। সম্প্রতি জেলাশাসকের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে জলস্বপ্ন নিয়ে আলোচনাও হয়েছিল। গত বছরের জুলাই মাসে “জলস্বপ্ন” প্রকল্পের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরাসরি পাইপ লাইনের মাধ্যমে অন্তত দুটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথাও বলেছিলেন তিনি। এর জন্য সময় ধার্য করা হয়েছে পাঁচ বছর। নবান্ন সূত্রে খবর, এবার সেই প্রকল্পে আরও গতি আনতে কয়েকটি নির্দেশ জেলাশাসকদের দিয়েছেন মুখ্যসচিব।